প্রবীণ জামায়াত নেতার ইন্তেকালে মহানগরী উত্তরের আমীরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের রামপুরা দক্ষিণ থানার প্রবীন রুকন মোয়াজ্জেম হোসেন শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার দুই ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে।
গতকাল রাত ৯টায় পশ্চিম হাজীপাড়ার বায়তুল মামুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে মরহুমকে খিলগাঁয়ের তালতলা গোরস্তানে দাফন করা হয়েছে।
মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি মহানগরী উত্তর আমীর মোয়াজ্জেম হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মরহুমের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। মহানগরী আমীর তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য্যধারণের তাওফিক কামনা করেন।