পরিবহন শ্রমিকদের নিরাপত্তাসহ ৬ দফা দাবি শিমুল বিশ্বাসের
করোনা পরিস্থিতিতে পরিবহন শ্রমিকদের নিরাপত্তাসহ ৬ দফা দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুর রহমান শিমুল বিশ্বাস।
গতকাল রোববার দাবি ছয়টি তুলে ধরে এই পরিবহন শ্রমিক নেতা এক বিবৃতিতে বলেন, ডিউটিকালে প্রতিটি শ্রমিকের পূর্ণ নিরাপত্তা সামগ্রী সরবরাহ করতে হবে। কোনো শ্রমিক করোনায় আক্রান্ত হলে সরকারকে উপযুক্ত চিকিৎসার নিশ্চয়তা দিতে হবে।
করোনায় কোনো শ্রমিকের মৃত্যু হলে ওই শ্রমিকের পরিবারকে উপযুক্ত ক্ষতি পূরণের ঘোষণা দিতে হবে। প্রতি টার্মিনালের প্রবেশপথে জীবাণুনাশক বক্স স্থাপন করতে হবে। প্রতিটি টার্মিনালে শ্রমিক এবং যাত্রীদের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পরিবহন শ্রমিকদের ১০ টাকা দরে চাল দেয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অবিলম্বে এই দাবি মেনে নিতে সরকারসহ সংশ্লিষ্ট সবার কাছে জোর দাবি জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস।