যে জাতি বীরকে সম্মান দেয় না, সেই জাতিতে বীর জন্মায় না : মির্জা আব্বাস

0

‘যে জাতি বীরকে সম্মান দেয় না, সেই জাতিতে বীর জন্মায় না’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘দেশে চোরের কদর ভালো হচ্ছে।’

তিনি বলেন, দেশের মানুষের জন্য নিজ দেশে আসা-যাওয়া বন্ধ কিন্তু বিশেষ শ্রেণির বিদেশে যাওয়া-আসা কোনো কিছু বন্ধ নাই।

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে বিএনপি আয়োজিত ভার্চুয়ালি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গুলশানের বাসভবনে বসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আলোচনা শোনেন বলে নেতারা জানিয়েছেন।

মির্জা আব্বাস বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এমন একটা বিশাল অপরাধ করে ফেলেছেন যে, আওয়ামী লীগের কিছু ছিনতাই করে নিয়েছেন। আরে ভাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো আওয়ামী লীগের কিছু ছিনতাই করেন নাই। তিনি দেশের মানুষের জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘সেটা তারা (আওয়ামী লীগ) ভুলানোর জন্য কত কথা কতভাবে বলছেন। টেলিভিশন সব দখল করে ফেলেছেন আপনারা। আজ সেই টেলিভিশনে জিয়াউর রহমান সম্পর্কে একটা শব্দও উচ্চারণ করা হচ্ছে না।’

মির্জা আব্বাস বলেন, ‘এটা জাতির দুর্ভাগ্য। যে জাতি বীরকে সম্মান দেয় না, সেই জাতিতে বীর জন্মায় না, যে জাতি চোরকে সম্মান দেয় সেই জাতিতে চোর জন্মায়। আমরা প্রমাণ দেখলাম গত কয়েকদিনে।’

তিনি বলেন, ‘দেখলাম বিদেশ থেকে আসল এয়ার অ্যাম্বুলেন্স, স্পেশাল প্লেন। অর্থাৎ চোরের কদর করছেন খুব ভালো করে। দেশের মানুষের জন্য নিজ দেশে আসা-যাওয়া বন্ধ কিন্তু বিশেষ শ্রেণির বিদেশে যাওয়া-আসা কোনো কিছু বন্ধ নাই।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিচালনায় সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বক্তৃতা করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com