ভালুকায় অভাবী পরিবারে বিএনপি নেতার ঈদ উপহার

0

ময়মনসিংহের ভালুকা পৌর এলাকার কর্মহীন অভাবী পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন পৌর বিএনপি নেতা আলহাজ্ব মো. হাতেম খান। 

বৃহস্পতিবার সকালে তিনি পৌরসভার নয় নম্বর ওয়ার্ড এলাকার আমান উল্লাহ খানের বাড়িসংলগ্ন মাঠে ওই ওয়ার্ডের ৮৫৪ কর্মহীন অভাবী পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমান উল্যাহ খান তাজুন, সাবেক মেম্বার মঞ্জুরুল ইসলাম, আসাদ খান, আতিক উল্যাহ পাঠান, কায়েস আলম খান, সাইফুল ইসলাম ও আজিজুল হক খান প্রমুখ।  

মো. হাতেম খান জানান, পৌরসভার ৫ হাজার ৬ শ নিন্মআয়ের অভাবী পরিবারের মাঝে পর্যায়ক্রমে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। ওই ঈদ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে দুই কেজি চিনি গুড়া চাল, দুই প্যাকেট সেমাই, সয়াবিন তেল, লবণ, চিনি আর সাবান। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.