পাঞ্জাবের শস্যখেতে ভেঙে পড়ল ভারতীয় বিমানবাহিনীর মিগ-২৯

0

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমান পাঞ্জাবের একটি শস্যখেতের মধ্যে ভেঙে পড়েছে বলে জানিয়ে পিটিআই।

সংবাদ সংস্থাটি জানায়, পাঞ্জাবের জলন্ধরের কাছে শুক্রবার মহড়া চলার সময় ভারতীয় বিমান বাহিনীর মিগ -২৯ ইন্টারসেপ্টারটি ভেঙে পড়ে। তবে, বিমান থেকে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন।

বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে পাইলটকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়।

এক বিবৃতিতে ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বিমানটি প্রযুক্তিগত সমস্যায় নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। তবে বিপদ বুঝতে পেরে আগে থেকেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন বিমানটি থেকে। ওই পাইলটকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে আনা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য পরবর্তী তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় বিমানবাহিনীর কাছে বর্তমানে ৬০ টিরও বেশি মিগ -২৯ যুদ্ধ বিমান রয়েছে।

সূত্র: এনডিটিভি বাংলা অনলাইন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com