আ.লীগ নেতার বিরুদ্ধে ভিজিডি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

0

সরকারের ভিজিডি কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউপি চেয়াম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন খানের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলেরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচিতে অর্ধশতাধিক জেলে অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারী জেলেরা জানান, সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন খান জেলেদের চাল বিতরণে চরম অনিয়ম করেছেন। জেলেদের মাঝে চাল বিতরণকালে কার্ডধারী অনেক জেলেকে চাল না দিয়ে মারধরসহ গালমন্দ করে তাড়িয়ে দিয়েছে।

জেলেরা আরো জানান, এ বিষয়ে রাঙ্গাবালি উপজেলা নির্বাহী অফিসারের স্মরণাপন্ন হলেও কোনো সুষ্ঠু সমাধান না পেয়ে তারা জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানাতে এসে এ অবস্থান কর্মসূচি পালন করেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মামুন খান বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি একটি ষড়যন্ত্র। 

উপজেলা নিার্বহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, জেলেদের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলেরা অভিযোগের বিষয়ে রাঙ্গাবালী ইউএনওর তদন্ত কাজ চলমান রয়েছে। তদন্ত শেষে যে সকল জেলে চাল পাওয়ার উপযোগী তারা অবশ্যই চাল পাবেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com