পদ্মাসেতুর রেল প্রকল্পে শ্রমিকদের বিক্ষোভে গুলি, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

0

পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ; ৩ শ্রমিক গুলিবিদ্ধসহ আহত ৭

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এ সময় তিন শ্রমিক গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায়, প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান জানান, কিছুদিন ধরেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি’র সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিলো। সন্ধ্যায় সেখানে থাকা দেড়শ’ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় তাদের ঠেকাতে গুলি চালায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এতে, তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।

আহত শ্রমিকদের শ্রীনগরের ষোলঘর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com