চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন

0

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পরপরই তাঁর বাগদত্তা পুত্রসন্তানের জন্ম দেন। সদ্যোজাত সেই পুত্রসন্তানের নাম রাখা হলো দুই চিকিৎ‌সকের নামে। বরিস জনসনের বাগদত্তা ক্যারি সিমন্ডস ইনস্টাগ্রামে নিজের এবং ছেলের ছবি পোস্ট করে এই তথ্য জানান। ক্যারি সিমন্ডস জানান, তার ছেলের নাম উইলফ্রেড লরি নিকোলাস।

সিমন্ডস (৩২) জানান, উইলফ্রেড বরিস জনসনের দাদার নামের একটা অংশ। আর লরি তার (সিমন্ডস) দাদার নামের একটা অংশ। নিকোলাস নামটি এসেছে দুই চিকিৎসকের নাম থেকে।সম্প্রতি প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে চলে গিয়েছিলেন। এরপর তিনি সুস্থ হয়ে ফিরে আসেন। দুই চিকিৎসক নিক প্রাইস এবং নিক হার্ট তার চিকিৎসা করেন। তাদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ ছেলের নাম নিকোলাস রাখা হয়েছে বলে সিমন্ডস জানান। 

সিমন্ডস সন্তান জন্মদানের সময় দায়িত্ব পালন করা চিকিৎসক ও অন্যান্য কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।

সূত্র: রয়টার্স

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com