কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ চালাচ্ছে ভারত: ইমরান

0

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, করোনা মহামারির আড়ালে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের বিরুদ্ধে নয়াদিল্লি যুদ্ধাপরাধ চালাচ্ছে।

বৃহস্পতিবার ইমরান খানের টুইট বার্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইরানের ইংরেজি নিউজ নেটওয়ার্ক প্রেসটিভি। খান তার বার্তায় দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশাসন কাশ্মীরের জনসংখ্যা পরিবর্তন ঘটানর চেষ্টা করছে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিমালয় অঞ্চলে অব্যাহত গণহত্যা চালিয়ে যাচ্ছে।

ভারতের তৎপরতাকে  চতুর্থ জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে দাবি করে পাক প্রধানমন্ত্রী বলেন,  ভারতের অপরাধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নজর দেয়া উচিত।

খান তার বার্তায় আরও বলেন, জাতিসংঘ কাশ্মীরকে বিতর্কিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে। কাশ্মীরে অব্যাহত ভারতীয় যুদ্ধাপরাধকে নজরে নেওয়ার দায়িত্ব বিশ্বের রয়েছে বলে দাবি করেন তিনি।

কাশ্মীর নিয়ে পরমাণু শক্তিধর পাকিস্তান এবং ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলেও গত বছর এক বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইমরান খান। বার্তায় তিনি দাবি করেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ করতে ব্যর্থ হলে কাশ্মীর পরিস্থিতি ইসলামাবাদ এবং নয়াদিল্লিকে পরমাণু যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে নয়াদিল্লির প্রত্যক্ষ শাসনের আওতায় আনার মোদির পদক্ষেপকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে তুঙ্গে বিরাজ করছে পাক-ভারত উত্তেজনা ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com