যাদের ঘামে দেশ সচল, সেই শ্রমিকের সংসার অচল থাকবে কেন?

0

মে দিবসে শ্রমিকের জন্য রাষ্ট্রীয় বাণী, সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র , সংহতি প্রকাশ, অভিনন্দন আর শুভেচ্ছা জ্ঞাপন করে কি হবে;

যদি না শ্রমিকের চাকরীর নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা ও শতভাগ বেতনের নিশ্চয়তা দিতে না পারেন।

যদি না পরিবহন শ্রমিক, নির্মান শ্রমিক, পোশাক শ্রমিক, রিকশাচালক, দিনমজুর, শিল্পশ্রমিক, কৃষিশ্রমিক, দোকানদার, হকার, বিক্রয় প্রতিনিধিসহ কোটি কোটি কর্মহীন শ্রমজীবীর পরিবারকে বাঁচাতে না পারেন।

যাদের ঘামে দেশ সচল, সেই শ্রমিকের সংসার অচল থাকবে কেন?  -ডক্টর তুহিন মালিক

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.