ইয়েমেন সংকটের সামরিক সমাধান নেই: ইরান ও রাশিয়া

0

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনীতি বিষয়ক সিনিয়র কর্মকর্তা আলী আসগর হাজি  এবং রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারসিনিন বৃহস্পতিবার এক টেলিফোনালাপে ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। টেলিফোনালাপে তারা ইয়েমেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সুরক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, দেশটির চলমান সংকটের একমাত্র পথ হচ্ছে রাজনৈতিকভাবে এর সমাধান বের করা। 

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া, আহত ও উদ্বাস্ত হয়েছে কয়েক লাখ মানুষ। এ নিয়ে একমাত্র ইরান কথা বলছে; বাকি বিশ্ব একেবারেই চুপ রয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com