করোনা মহামারী সত্ত্বেও স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছে আমেরিকা: রুহানি

0

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী সত্ত্বেও বিভিন্ন দেশের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ জোরদার করেছে, এমনকি আন্তর্জাতিক স্বাস্থ্যবিধিও লঙ্ঘন করছে মার্কিন সরকার।

(মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন প্রেসিডেন্ট রুহানি। টেলিফোন আলাপে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

টেলিফোন আলাপে অবৈধ এবং অমানবিক নিষেধাজ্ঞা মোকাবেলা, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর নিষ্ঠুরতা এবং ইয়েমেন ও সিরিয়ার শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয় নিয়েও কথা বলেন।

করোনার মধ্যেও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আমেরিকার নিষ্ঠুর এবং অবৈধ নিষেধাজ্ঞার বিষয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, যখন বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী চলছে তখন যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজন সেখানে আমেরিকা নিষেধাজ্ঞা জোরদার করছে। এছাড়া, আমেরিকা আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি লংঙ্ঘন করছে এমনকি তারা বিভিন্ন চিকিৎসা সামগ্রী ‌ইরানে রপ্তানিতেও বাধা সৃষ্টি করছে। এ অবস্থায় ইরান আশা করে- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকা পরিষদকে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে আমেরিকার অবৈধ ও অমানবিক আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

টেলিফোন আলাপে প্রেসিডেন্ট রুহানি বাণিজ্য, অর্থনীতি এবং স্বাস্থ্য খাতে ইরান ও দক্ষিণ আফ্রিকার সহযোগিতা আরো জোরদার করা উচিত বলে উল্লখ করেন।

টেলিফোন আলাপে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ইরানির বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন তৎপরতার ব্যাপারে তারা সম্পূর্ণভাবে অবহিত রয়েছেন এবং আমেরিকার অন্যায় আচরণের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তার প্রতিবাদ অব্যাহত রাখবে। করোনাভাইরাসকে অভিন্ন শত্রু আখ্যায়িত করে রামাফোসা বলেন, এর বিরুদ্ধে সম্মিলিত লড়াই অব্যাহত রাখা জরুরি। এছাড়া এখন নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত সঠিক পদক্ষেপ নয় বলেও প্রেসিডেন্ট রামাফোসা মন্তব্য করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com