মার্কিন যুদ্ধজাহাজকে তাড়াল চীন: ‘ভাগো, দেশে ফিরে করোনার বিরুদ্ধে লড়াই করো’

0

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পানি সীমা থেকে এই প্রথমবারের মতো মার্কিন একটি যুদ্ধজাহাজকে পাহারা দিয়ে বের করে দিয়েছে চীনা বাহিনী। পাশাপাশি মার্কিন যুদ্ধজাহাজকে স্বদেশে ফিরে যেয়ে গিয়ে চলমান করোনা মহামারির বিরুদ্ধ লড়াই করার পরামর্শও দিয়েছে চীনের গণ মুক্তিফৌজ।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত পার্সেল দ্বীপপুঞ্জের চীনা পানি সীমায় গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস বারি ঢুকে পড়ার পর তাকে বের করে দেয়া হয়। বারিকে চীনা যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমানর পাহারা দিয়ে বের করে নিয়ে আসে। চীনে এ দ্বীপপুঞ্জকে শিশা বলা হয়।

এই প্রথম চীনা পানি সীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতাকে অবৈধ অনুপ্রবেশ হিসেবে ঘোষণা করল চীনা গণ মুক্তিফৌজের দক্ষিণাঞ্চলীয় কমান্ড। এ জাতীয় আচরণ যে কোনও সময়ে দুর্ঘটনা ঘটাতে পারে বলে চীনের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। তা ছাড়া, আঞ্চলিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে তৎপরতা অবিলম্বে বন্ধ করে নিজ দেশে করোনা মহামারি বিরোধী লড়াইয়ে আত্মনিয়োগ করার জন্য আমেরিকার প্রতি আহ্বানও জানায় চীন।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com