উত্তর কোরিয়ার সবকিছু স্বাভাবিক আছে: দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

0

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের স্বাস্থ্যসহ দেশটির সবকিছু স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জিয়ং কিয়ং-দু। গত কিছুদিন ধরে কিম জং-উনের স্বাস্থ্য সম্পর্কিত নানা গুজব এবং এ ব্যপারে পিয়ংইয়ংরের রহস্যময় নীরবতা সে গুজবকে যখন শক্তিশালী করছে তখন কিয়ং-দু একথা জানালেন।

তিনি বুধবার এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়ায় কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং কিম জং-উন আগের মতোই রাষ্ট্র পরিচালিনার কাজ করে যাচ্ছেন।   

দক্ষিণ কোরিয়ার এ মন্ত্রী বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের দীর্ঘদিন ধরে  জনসমক্ষে না আসা নতুন কোনো বিষয় নয়। তিনি সব সময়ই এটি করে থাকেন।

গত ১৫ এপ্রিল রাষ্ট্র ক্ষমতায় কিম পরিবারের প্রতিষ্ঠাতা ও দাদা কিম ইল-সানের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কিম জং-উনের অনুপস্থিতি তার সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুজবের জন্ম দেয়।পশ্চিমা গণমাধ্যমগুলো এরইমধ্যে কিমকে একাধিকবার মেরে ফেলেছে; এমনকি তার স্থলাভিষিক্ত কে হতে পারে সে সম্পর্কেও নানা বিশ্লেষণ প্রচার করেছে।

কিম জং উনকে গত ১১ এপ্রিল সর্বশেষ ক্ষমতাসীন দলের পলিটব্যুরো সভায় অংশগ্রহণ করতে দেখা যায়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com