ইরানি এয়ারলাইন্সের জন্য সবার আকাশপথ বন্ধ করুন: পম্পেও
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’র জন্য নিজেদের আকাশপথ বন্ধ করে দিতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি গতকাল (বুধবার) এক বক্তৃতায় মাহান এয়ারের বিরুদ্ধে ভেনিজুয়েলা সরকারের কাছে ‘অজ্ঞাত চালান’ পৌঁছে দেয়ার অভিযোগ উত্থাপন করে বলেন, এই এয়ারলাইন্সকে আন্তর্জাতিক আকাশসীমায় প্রবেশ করতে দেয়া উচিত নয়।
এর আগে মার্কিন অর্থ মন্ত্রণালয় ২০১৮ সালের ২৪ মে মাহান এয়ারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় ওই মন্ত্রণালয় দাবি করে, এই এয়ারলাইন্সটি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র সিরিয়ায় পৌঁছে দিচ্ছে। এ ছাড়া, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার দায়েও মাহান এয়ারকে অভিযুক্ত করা হয়।
মার্কিন সরকার গত কয়েক মাস ধরে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে; যদিও বিশ্বের বেশিরভাগ দেশ ওয়াশিংটনের এ নীতির তীব্র বিরোধিতা করেছে।