গাঁজা খেয়ে লন্ডন পুলিশের সঙ্গে ভারতীয়র কাণ্ড, অতঃপর…

0

নিজেকে কোভিড-১৯ আক্রান্ত দাবি করে পুলিশের মুখে থুতু দেয়া ভারতীয় বংশোদ্ভূত এক যুবককে আট মাসের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালতে।

দণ্ডপ্রাপ্ত ওই যুবক দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের বাসিন্দা। নাম করণ সিংহ। খবর এনডিটিভি।

ক্রয়ডনের ক্রাউন কোর্টে শুনানির পর পুলিশের ওপর হামলা, অশালীন আচরণ ও নিষিদ্ধ মাদকদ্রব্য রাখার মতো একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

জানা গেছে, গত ১৪ মার্চ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন করণ। ক্রয়ডনে একটি গাড়ির মধ্যে করণকে বসে থাকতে দেখে ওই পুলিশ কর্মকর্তা তার কাছে লাইসেন্স দেখতে চান।

করণের লাইসেন্স বাতিল হয়েছে। কিন্তু সে কথা চেপে গিয়ে সে বলে যে তার লাইসেন্স ফিরে পেয়েছে।

এ সময় গাড়ির ভেতর ও করণের শরীর থেকে গাঁজার গন্ধ পান ওই কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করলে করণ জানান, তিনি গাঁজা খাচ্ছিলেন। এর পরই মাদকদ্রব্য রাখার অপরাধে তাকে গ্রেফতার করে পুলিশ।

দক্ষিণ লন্ডনের এক থানায় তাকে নিয়ে যাওয়া হলে জিজ্ঞাসাবাদের সময় কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার করেন করণ। কোনোভাবেই তিনি লকআপে থাকতে চাচ্ছিলেন না। এ সময় একজনের মুখে থুতু দিয়ে বলেন যে, তিনি করোনা পজিটিভ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com