পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে বিমানবন্দর নির্মাণ শুরু করেছে চীন

0

চীন পামির মালভূমিতে একটি বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করেছে। উত্তর-পশ্চিম উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রত্যন্ত এই শহরটি তিন দেশ- পাকিস্তান, আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে অবস্থিত।

মঙ্গলবার চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কের খবরে বলা হয়, এটি হবে এই অঞ্চলের প্রথম মালভূমি বিমানবন্দর।

এই প্রকল্পের মোট বিনিয়োগ হবে প্রায় ১.৬৩ বিলিয়ন ইউয়ান (প্রায় ২৩০ মিলিয়ন মার্কিন ডলার)। বিমানবন্দরের পরিকল্পনা অনুযায়ী, এর রানওয়েটি হবে ৩,৮০০ মিটার লম্বা ও ৪৫ মিটার প্রশস্ত। এর টার্মিনাল হবে ৩,০০০ বর্গ মিটারের। এখানে বছরে এক লাখ ৬০ হাজার যাত্রী ও ৪০০ টন মালামাল পরিবহনের ব্যবস্থা করা যাবে।

বিমানবন্দরটি চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) জন্য গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।

জিনজিয়াং সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উপপরিচালক ঝু জিয়াঙ বলেন, এটি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার জন্য নতুন এয়ার প্যাসেজের সৃষ্টি করবে।

এই বিমানবন্দর আরো বেশি পর্যটক আকৃষ্ট করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। পামির মালভূমির প্রাকৃতিক সৌন্দর্য ও অনন্য তাজিক সংস্কৃতিতে এত দিন পর্যন্ত বিমান বা ট্রেন প্রবেশ করেনি। এর ফলে ওই এলাকার পর্যটন বাধাগ্রস্ত হচ্ছিল।

নির্মাণকারী কোম্পানি জানিয়েছে, এটি নির্মাণে অনেক চ্যালেঞ্জ ছিল। প্রথমত, করোনাভাইরাসের বিস্তারের প্রয়াসের সময় এটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। তাছাড়া অনেক উঁচুতে হওয়ায় অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

সাংহাই রোড অ্যান্ড ব্রিজ গ্রুপের উপপরিচালক বলেন, আমি বিশ্বাস করি, আমরা সময়মতোই এর নির্মাণকাজ শেষ করতে পারব।

আগামী ২০২২ সালের প্রথমার্ধেই এর নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com