সিরিয়ার উত্তরাঞ্চলে বোমা বিস্ফোরণে নিহত ৪০
সিরিয়ার উত্তরাঞ্চলে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অর্ধশত আহত হয়েছেন। এ হামলার জন্য কুর্দি বিদ্রোহীগোষ্ঠী ওয়াইপিজিকে দায়ী করেছেন তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন শহরে একটি বাজারের মধ্য দিয়ে আসার সময় তেলের ট্যাংকারে গ্রেনেড ছুড়ে মারলে তা বিস্ফোরিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
কুর্দি বিদ্রোহীগোষ্ঠী ওয়াইপিজিকে দমনের জন্যই তুর্কি সেনারা সিরিয়ার সরকারবিরোধীদের নিয়ন্ত্রণে থাকা আফরিন শহর দুই বছরেরও বেশি সময় ধরে দখল করে রেখেছে। এ হামলার জন্য ওয়াইপিজি বিদ্রোহীদের দায়ী করে তুরস্ক জানিয়েছে, বিস্ফোরণে আহত ৪৭ জনের অবস্থা আশঙ্কাজনক।