শ্রমিকদের নিরাপত্তা না দিলে করোনার দ্বিতীয় ঢেউ আসতে পারে

0

করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতিতে লকডাউন শিথিল করে শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি তাদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা না হয় তাহলে এ মহামারির দ্বিতীয় ঢেউ আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আইএলও।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) মঙ্গলবার (২৮ এপ্রিল) সংস্থার জেনেভা অফিস থেকে পাঠানো এত বিবৃতিতে এ আশঙ্কার করা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, শ্রমিকদের কাজে ফিরিয়ে আনার ক্ষেত্রে মালিকপক্ষকে ঝুঁকি মূল্যায়ন করে কর্মক্ষেত্রে কঠোর স্বাস্থ্য নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। কীভাবে কর্মক্ষেত্রে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় সে বিষয়ে কিচু পরামর্শও দিয়েছে আইএলও।

আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য বিধির যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই কেবল শ্রমিক, তাদের পরিবার ও সমাজের বড় আঁশের জীবন রক্ষা করা সম্ভব। যার ফলে কাজের ধারাবাহিকতা রক্ষার অর্থনৈতিকভাবে টিকে থাকা সম্ভব। একই বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) মহাপরিচালকও স্বাস্থ্য কর্মীসহ জরুরি সেবায় নিয়োজিতদের যথাযথ স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com