করোনার সুযোগে এল সালভাদোরে বাড়ছে হত্যাকাণ্ড

0

এলসালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে বলেছেন, করোনাভাইরাস মহামারীর সুবিধা নিচ্ছে অপরাধী চক্র।

এর আগে শুক্র ও রোববারের মধ্যে দেশটিতে সহিংসতায় অর্ধশতাধিকের বেশি লোক নিহত হয়েছেন। কাজেই সংঘাতের লাগাম টেনে ধরতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে পুলিশ ও সেনাবাহিনীকে অনুমোদন দিয়েছেন তিনি।- খবর বিবিসির

অপরাধী চক্রের কারাবন্দি সদস্যদের ২৪ ঘণ্টা লকডাউনে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, অনেক হত্যাকাণ্ডের নির্দেশ কারাগারের ভেতর থেকেই আসছে।

দেশে খুনোখুনি কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে গত বছর ক্ষমতায় আসেন বুকেলে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ২৪ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

২০১৯ সালের জুনে বুকেলে ক্ষমতায় আসার পর একদিনে এটিই সবচেয়ে বেশি হত্যাকাণ্ড। এছাড়া রোববার দুপুরে ২৯ জন নিহত হয়েছেন।

৩৮ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা করোনাভাইরাসের বিস্তাররোধে সক্রিয় থাকায় অপরাধী চক্র সেই সুযোগ কাজে লাগাচ্ছে।

‘কাজেই সেই হুমকি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরও ক্ষমতা দেয়া হয়েছে। পুলিশ ও সশস্ত্র বাহিনীকে সাধারণ মানুষের জীবন রক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।’

এছাড়া চক্রের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সদস্যদের কারাগারের একই কক্ষে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে একই গ্রুপের লোকজনের মধ্যে যোগাযোগের নেটওয়ার্ক ভেঙে যায় ও হত্যার পরিকল্পনা কম করতে পারেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com