জামিলুর রেজা চৌধুরী’র মৃত্যু বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র শোকবার্তা

0

একুশে পদকপ্রাপ্ত জাতীয় অধ্যাপক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও মৃত্যু পর্যন্ত ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২০, ভোরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন,

“দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রকৌশলী অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে তাঁর পরিবার-পরিজনদের ন্যায় আমিও গভীরভাবে শোকাহত হয়েছি। বাংলাদেশে গত কয়েক দশকে যেসব বড় বড় ভৌত অবকাঠামো হয়েছে তার প্রায় সবগুলোতেই কোন না কোনভাবে যুক্ত ছিলেন দেশের এই স্বনামধন্য প্রকৌশলী। তাঁর মৃত্যুতে দেশ একজন বরেণ্য প্রকৌশলী ও গুণীজনকে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। আমি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি।”

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com