রাহুল গান্ধীই হচ্ছেন ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধীদলীয় নেতা

0

রাহুল গান্ধীই হচ্ছেন ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলীয়নেতা। দিল্লিতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মঙ্গলবার(২৫ জুন) রাতের বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধীজি লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকে আজকের (২৬ জুন) স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। খবর আনন্দবাজার

ভারতের লোকসভায় এক দশক পর ফিরতে চলেছে ‘বিরোধী দলীয়নেতা’র পদ। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। এর প্রক্ষিতে গত ৮ জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিক ভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com