চীনের বিরুদ্ধে খুব গুরুতর তদন্ত করছি: ট্রাম্প
চীনের সীমানা পেরিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ইতোমধ্যে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে এই ভাইরাস। করোনার বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩০ লাখ ৬৫ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লাখ সাড়ে ১১ হাজার মানুষের।
এমন পরিন্থিতিতে চীনের বিরুদ্ধে গুরুতর তদন্ত করা হচ্ছে বলে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়ানোর আগেই চীন করোনাভাইরাস থামিয়ে দিতে পারতো।সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমরা খুব গুরুতর তদন্ত করছি। চীনের সঙ্গে আমরা খুশি না। তাদেরকে কৈফিয়ত দিতে বাধ্য করার অনেক পথ আছে। এটা শুরু হওয়ার পরই থামিয়ে দেয়া যেতো।