সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা

0

শনিবার সকাল থেকে তাড়াশ উপজেলার মাধায়নগর ইউনিয়নে কৃষকের ধান কেটে দেয় তারা। এতে কৃষকরাও বেশ খুশি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েসের নির্দেশে শ্রমিক সংকট নিরসনে তাড়াশ অঞ্চলে কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতার্কীরা।

জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক নাজমুল হকের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতার্কীরা ধান কাটায় অংশ নেয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস বলেন, উত্তরাঞ্চলের শয্য ভান্ডার হিসেবে খ্যাত সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল। দেশের অর্ধেক ধান উৎপাদন হয়ে থাকে এখানে। বর্তমানে করোনা ভাইরাসের কারনে ধান কাটা শ্রমিকরা বাইরে বের হতে পারছে না। এতে বিপাকে পড়েছেন কৃষকরা। কৃষক যেনো ক্ষতিগ্রস্ত না হয় এজন্য স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেয়ার উদ্যেগ নিয়েছে। তারই অংশ হিসেবে আজ সিরাজগঞ্জের তাড়াশে কৃষকের ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। কৃষকরা চাইলে আমরা তাদের ধান কেটে দেবো।

কৃষক রাকিব হোসেন বলেন, শ্রমিক সংকটের কারনে জমির ধান কাটতে পারছিলামনা। স্বেচ্ছাসেবক দলের নেতার্কীরা আজ আমার এক বিঘা জমির ধান কেটে দেয়ায় আমি খুব উপকৃত হয়েছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com