একই ভুল আর কতবার করবেন?

0

সরকার আজকে দেশের গণপরিবহন বন্ধের মেয়াদ আগামী ৫ মে পর্যন্ত বাড়িয়েছে। অথচ আগামী ২৬শে এপ্রিল থেকে গার্মেন্টস কারখানা খুলছে। বাধ্য হয়েই করোনার ঝুঁকি মাথায় নিয়ে দলে দলে গার্মেন্টস শ্রমিকরা চাকরী ও পেট বাঁচাতে ঢাকার দিকে ছুঁটে আসছে।

সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক দুরত্ব বজায় রেখে অন্তত তিন ফুট দুরত্বে থাকতে বলা হলেও, মানুষের স্রোতে নৌ-পথে তিন ইঞ্চি দুরত্বও মানা যাচ্ছে না। দৌলতদিয়ায় নৌ-পুলিশরা পর্যন্ত হাজারো মানুষের স্রোত সামলাতে না পেরে নির্বিকার!

আপনারা এরআগে শ্রমিকদের পায়ে হেটে আসতে বাধ্য করেছিলেন! এখন কি আবারও শ্রমিকরা ঠিক একইভাবে পায়ে হেটেই আসবে?

গার্মেন্টস খুলবেন ভালো কথা; কিন্তু এতগুলো মানুষ কিভাবে কাজে যোগ দিবে তার ব্যবস্থাটা কোথায়? গণপরিবহন বন্ধ করে দিলেন, কিন্তু শ্রমিকদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করলেন না কেন?

একই ভুল আর কতবার করবেন? এবার তাহলে এই ভুলের দায়ভারটা কে নেবে? আগেই জানিয়ে দিন, প্রধানমন্ত্রীকে কে ভুল বুঝাচ্ছে?

দ্রুত সিদ্ধান্ত দিন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com