আসলাম ফকির ফের খুনি হলে এর দায় রাষ্ট্রপতির: আসিফ নজরুল

0

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার যুবলীগের সাবেক সভাপতি আসলাম ফকির ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর একই মানিকদহ ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সাহেদ আলী ওরফে সাহেব আলী মিয়াকে হত্যা করেন।

সেই হত্যা মামলায় জেলা ও দায়রা জজ আদালত আসলাম ফকিরকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে হাইকোর্টে রায় বহাল রাখেন। এরপর রাজনৈতিক বিবেচনায় ২০১৫ সালে আসলাম ফকিরের ফাঁসির সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। আর ২০১৭ সালে তিনি কারাগার থেকে মুক্ত হয়ে স্থানীয় রাজনীতিতে ফিরে আসেন বীরদর্পে।

মৃত্যুদণ্ড থেকে মুক্তি পাবার পর এবার ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের শহীদ মাতুব্বরকে খুনের অভিযোগ সরাসরি আসলাম ফকিরের বিরুদ্ধে। এই হত্যা মামলায় আসলাম ফকিরকে প্রধান আসামি করে ৫৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আসলাম ফকির যদি ফের খুনের সঙ্গে জরিত থাকেন তাহলে এর দায় ফাসির আদেশ রাষ্ট্রপতি যাদের পরামর্শে মওকুফ করেছেন তাদের উপর বর্তাবে বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যাপক আসিফ নজরুল। আজ শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

তার ফেসবুক স্ট্যাটাসটি পাঠকের জন্য এখানে তা হুবহু তুলে ধরলাম-

‘খুনের দায়ে ফাসির আদেশ হয়েছিল ফরিদপুর যুবলীগ নেতা আসলাম ফকিরের। রাজনৈতিক বিবেচনায় ২০১৫ সালে ফাঁসির সাজা মওকুফ করেছিলেন রাষ্ট্রপতি। কিন্তু ফাসির সাজা তিনি নিজে নিজে মওকুফ করেননি। প্রধানমন্ত্রী অফিসের পরামর্শ ছাড়া এটি করার কোন ক্ষমতা তার নেই। প্রায়োগিকভাবে এ পরামর্শ প্রদানের সাথে সাধারনত স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ও জড়িত থাকে।’

‘আসলাম ফকির গতকাল আবারো একটি খুনের মামলার প্রধান আসামী হয়েছে। এ খুন যদি সত্যি সে করে থাকে, তাহলে এর নৈতিক দায় তাকে ক্ষমার প্রক্রিয়ার যারা জড়িত ছিল সকলের।’ 

‘এতো বড় একজন স্বভাবজাত অপরাধীকে ক্ষমা করাটা ছিল সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার। এরকম অপব্যবহার সাম্প্রতিককালে আরও বহুবার হয়েছে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com