কাবিখার ২৭৯০ কেজি চালসহ ইউপি সদস্য ধরা

0

রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭৯০ কেজি চালসহ আশরাফুল আলম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আশরাফুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ইউপি সদস্য আশরাফুল কাবিখার ওই চাল রাজেন্দ্র বাজারের পুষ্প নামে এক ব্যক্তির গোডাউনে বস্তা পরিবর্তন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চালসহ ইউপি সদস্য আশরাফুল আলমকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, আদালতের নির্দেশে উদ্ধারকৃত চালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com