করোনা পরিস্থিতিতে, সৌদি আরব প্রবাসীদের পাশে বিএনপি নেতার প্রতিষ্ঠান “দাম্মাম ফিরাসিজ”

0

সৌদি আরব সরকার করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে বেশকিছু দিন যাবত ২৪ ঘন্টা কারফিউ জারি করেছেন। এতে কর্মহীন হয়ে পড়েছে অনেক বাংলাদেশী৷ বেশির ভাগ শ্রমিকের জীবন যাপনে হিমসিম হয়ে পরছে, ফলে এসব প্রবাসীদের পাশে দাঁড়িয়েছেন “দাম্মাম ফিসারিজ” – এ প্রতিষ্ঠানটি দাম্মাম সিটি ও পাশবর্তী বিভিন্ন এলাকায় বাংলাদেশীদের ভিলায় ভিলায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন দাম্মাম ফিশারিজের প্রতিনিধিরা। খাদ্য তালিকায় রয়েছে – চাউল, ডাল, চনা , তৈল, আলু, মুরগী মাংস , রুই ও পাংকাশ মাছ, মুড়ি, চানাচুর, সরিষার তেল ও লবন। সারাবিশ্বে করোনা ভাইরাস (কভিড- ১৯) মহামারী সংক্রমণের ন্যায় সৌদি আরবে এর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফলে এতে থেকে উক্তলনের জন্য আমাদের সচেতনতাই হচ্ছে একমাত্র উপায়। কাজেই সকলকে সামাজিক দূরত্ব রেখে সৌদি আরবের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেকে বাঁচাতে হবে এবং অন্যজনকেও বাঁচাতে হবে বলে জানান দাম্মাম ফিসারিজ-এর চেয়ারম্যান বাংলাদেশ সোসাইটির নেতা শওকত কামাল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com