করোনা: ২৫ মে পর্যন্ত বিএনপির কমিটি গঠন কার্যক্রম স্থগিত
দেশের করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আগামী ২৫ মে পর্যন্ত দলের বিভিন্ন ইউনিটের কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
রবিবার (১৯ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির দেশব্যাপী সকল পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম গত ১৫ই এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। করোনা মহামারির ব্যাপক বিস্তারের কারণে এই স্থগিতাদেশ চলতি বছরের আগামী ২৫ মে পর্যন্ত বলবৎ থাকবে।