সালমানের বাগানবাড়িতে কী করছেন জ্যাকলিন?

0

করোনার প্রভাবে ভারতে চলছে লকডাউন। বন্ধ রয়েছে সবরকম শুটিং। তাই গৃহবন্দী হয়েই সময় কাটাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান।

জানা গেছে, এই সময়ে সালমানের বাগানবাড়িতে রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ।

শ্রীলঙ্কান মেয়ে জ্যাকলিন বলিউডের নামি নায়িকাদের মধ্যে একজন। সালমান খানের প্রিয় নায়িকাও বটে। প্রায়ই সালমানের বাড়িতে যাওয়া আসা তার পারিবারিকভাবে। এমনি করেই গিয়েছিলেন এ যাত্রা। তবে আটকে গেছেন লকডাউনে।

সল্লুর বাগান বাড়িতে আটকেই জ্যাকলিন শুরু করলেন শরীরচর্চা। বাগানে গিয়ে করলেন যোগা। তার এই ভিডিও ইনস্টাতে পোস্ট করেছেন অভিনেত্রী।

লিখলেন, ‘বেবি জি আমার প্রিয় যোগা। এতে শরীরের রক্ত চলাচল ঠিক থাকে। সবাই বাড়িতে থাকুন শরীরকে সুস্থ রাখুন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.