বরিশালে চাল মজুদের দায়ে উপজেলা আ.লীগ নেতার কারাদণ্ড

0

বরিশালের বানারীপাড়ায় সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির চাল উদ্ধারের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া পৌরসভার উত্তরপার এলাকায় একেএম ইউসুফ আলীর চালের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য গুদামের সরকারি চালের ৭টি ইনটেক বস্তা ও খালি ২৪৯ বস্তাসহ ৭ হাজার ৬৮০ কেজি চাল পাওয়া যায়। যারপাশেই খালি বস্তার চালগুলো পাশেই স্তুপ করে রাখা হয়েছিলো। পরে একেএম ইউসুফ আলীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি এগুলো কাবিখার চাল বলে জানান। 

পাশাপাশি চালগুলো তিনি সরকারি বস্তা থেকে বের করে মোড়ক পরিবর্তনের মাধ্যমে বিক্রি করে থাকেন বলেও স্বীকার করেন। এ ঘটনায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। 

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব আহমেদ জানান, দণ্ডপ্রাপ্ত কাবিখার চাল কিনে বাজারজাত করার জন্য বস্তা পরিবর্তন করছেন। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। 

এদিকে দল থেকে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলীকে বহিষ্কার করার ইজ্ঞিত দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, বর্তমান পরিস্থিতিতে এবং যারা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অমান্য করে এ ধরণের কাজ করেন তাদের রাজনীতি করার কোন সুযোগ নেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com