অনিশ্চয়তায় আইপিএল
আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল। সেটাও হলো। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ঘোষণায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে পড়ল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টি-২০ টুর্নামেন্ট আইপিএল। করোনাভাইরাসের জন্য ভারতে লকডাউন ছিল ১৫ এপ্রিল পর্যন্ত। এখন বেড়ে দাঁড়িয়েছে ৩ মে। এর ফলে আইপিএলের মাঠে গড়ানো সংশয়ে পড়ে যায়। বিসিসিআই অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করলেও নতুন কোনো সূচি জানায়নি। আগের সূচিতে আইপিএল ২৯ মার্চ শুরু হয়ে ২৪ মে পর্যন্ত হওয়ার কথা ছিল। কিন্তু ভারত সরকারের লকডাউনে প্রথম দফায় ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এখন লকডাউনের সময় বেড়ে যাওয়ায় স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। লকডাউন ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড ৩ মে পর্যন্ত বন্ধ রেখেছিল আইপিএল। কিন্তু পরবর্তীতে বাধ্য হয় স্থগিত করতে।