ত্রাণের দাবিতে সাদ এরশাদের বাসভবন ঘেরাও

0

ত্রাণের দাবিতে রংপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সাদ এরশাদের রংপুর নগরীর দর্শনা এলাকায় অবস্থিত পল্লি নিবাস বাসভবন ঘেরাও করেছে কয়েক শ নারী-পুরুষ।

এ ছাড়া পল্লি নিবাস বাসভবনের সামনে রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

বিক্ষোভকারীদের অভিযোগ, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ জীবিত থাকাকালে তিনি এলাকার গরিব, সহায়-সম্বলহীন মানুষসহ রংপুরের সব স্তরের মানুষের পাশে থাকতেন। তবে তার ছেলে সাদ এরশাদ এমপি হওয়ার পর থেকে এলাকায় আসেন না। তিনি আমাদের কোনো খোঁজ নেন না। করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেওয়ার পর তিনি আসেননি, কোনো ত্রাণ বিতরণের ব্যবস্থাও নেননি।

তারা অবিলম্বে ত্রাণের ব্যবস্থা না করলে বাড়ি ঘেরাও কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন।

সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কয়েক শ এলাকাবাসী সাদ এরশাদের বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। বিক্ষুব্ধ লোকজন মহাসড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।  এ ব্যাপারে স্থানীয় এক জাপা নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘সাদ এরশাদ এমপি স্যারের সঙ্গে করোনাভাইরাসের সময় ত্রাণ দেওয়া নিয়ে হয়েছে। তিনি আসবেন বললেও এখন আর ফোন ধরেন না’।

এ বিষয়ে কথা বলার জন্য এমপি সাদ এরশাদের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলেও তিনি এবং তার পিএস কেউ ফোন ধরেননি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com