ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা বৃদ্ধের পাশে কেউ যায়নি, অবশেষে মৃত্যু

0

ক্ষুধার যন্ত্রণায় রাস্তার ধারেই মারা গেল বৃদ্ধ মানুষটি। করোনা আতঙ্কের ভয়ে কেউ পাশে যায়নি। আমরা অনেক কথা বলি, কিন্তু বাস্তবে কে কতটুকু করি? এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান।

তিনি বলেন, বৃদ্ধ মানুষটি যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে কেউ তার পাশে যায়নি। পরে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তিনি। মারা যাওয়ার পর পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় তার শরীরে করোনার কোনো উপসর্গ নেই।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চরদা এলাকায় রোববার সকাল ১০টার দিকে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় পাওয়া না গেলেও পুলিশ তদন্ত করে জানতে পারে মৃত ব্যক্তিটি দেবহাটা উপজেলার পার কুলিয়া গ্রামের বাসিন্দা কেসমত আলী মোল্লা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com