বাজির আওয়াজে ক্ষেপে গেলেন সোনম

0

করোনা সংকটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে সাড়া দিয়ে রবিবার রাত ৯ টায় ৯ মিনিটের জন্য প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দেয় ভারতের অনেকেই। তারা বাড়ির সব আলো নিভিয়ে মোমবাতি, টর্চ কিংবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান।

জি নিউজ জানায়, মোমবাতি জ্বালানোর এই কর্মসূচির মাঝে বাজি ফাটানোর আওয়াজও শোনা বেশ কিছু জায়গায়। যা শুনে ক্ষেপে ওঠেছেন বলিউড নায়িকা সোনম কাপুর।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনিল কাপুরের মেয়ে।

তিনি বলেন, লকডাউনের জেরে দক্ষিণ দিল্লি জুড়ে প্রায় শান্তি বিরাজ করছিল। কিন্তু কিছু অদ্ভূত ও বোকা লোকের জন্য শান্তি বিঘ্নিত হয়। রবিবার রাত ৯টা বাজতেই বাজির আওয়াজ ভেসে আসতে শুরু করে।

এইসব মানুষের জন্য যেমন পশু-পাখিরা বিপদে পড়ে যায়, তেমনি কুকুরও ভয় পেয়ে যায়। কেন এই ধরনের বোকা বোকা কাজ কিছু মানুষ করছেন, এই প্রশ্ন ‘নিরজা’ অভিনেত্রীর। আরও প্রশ্ন- দীপাবলি চলছে না যে বাজি পুড়িয়ে তা পালন করতে হবে।

এর আগে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খোলেন সোনম কাপুর। ওই সময় বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের ওপর হামলার ঘটনায় ফুঁসে ওঠেন তিনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.