যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬০ হাজারের দেহে করোনার সংক্রমণ, মৃত্যু ৩০০০

0

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৬৪ হাজার ২৫৩ জনের শরীরে কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। মোট মারা গেছে ৩ হাজার ১৬৫ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৫৬৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৫০৬ জন।

করোনা মোকাবেলায় আগামী ৩০ দিন সামাজিক দূরত্ব বজায় রাখতে নাগরিকদের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আগামী এই ৩০ দিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সোমবার নিজের রোজ গার্ডেনে ট্রাম্প বলেন, আমি চাই এ পরিস্থিতি নাগরিকরা শান্ত থাকুক। আমরা করোনা মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com