‘আই লাভ রক এন রোল’ গায়ক মারা গেলেন করোনায়

0

বিশ্বের অনেক তারকা ব্যক্তিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন কয়েকজনও। এবার বিদায় নিলেন বিখ্যাত রক এন রোল গানের গায়ক এবং সহ-গীতিকার অ্যালেন মেরিল।

বিবিসি জানায়, নিউইয়র্কে মারা যান ৬৯ বছর বয়সী অ্যালেন। তার মেয়ে লরা মেরিল রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

লরা বলেন, আজ সকালে করোনাভাইরাস আমার বাবাকে কেড়ে নিল। তাকে বিদায় জানানোর জন্য আমাকে মাত্র দুই মিনিট সময় দেয়া হয়েছিল। তাকে খুব প্রশান্ত দেখাচ্ছিল।

নিউইয়র্কে জন্ম গ্রহণ করেছিলেন মেরিল, তবে ক্যারিয়ারের বেশির সময় কাটিয়েছেন জাপান এবং যুক্তরাজ্যে। লন্ডনে ১৯৭৪ সালে গড়ে তুলেছিলেন ব্যান্ড অ্যারোস।

টাচ টু টাচ, মাই লাস্ট নাইট উইথ ইউ, এবং আই লাভ রক এন রোল-গান রিলিজ করে আলোচনায় আসে ব্যান্ডটি।

এর মধ্যে আই লাভ রক এন রোল পৃথিবী জুড়ে অনেক শিল্পী ও ব্যান্ড কাভার করে। মেরিল এই গানের মূল গায়ক হলেও ১৯৮২ সালে জোয়ান জেট এবং ব্ল্যাকহার্টসের করা কাভারটি বেশি জনপ্রিয় হয়ে পড়ে। সম্প্রতি গানটি কাভার করেছেন ব্রিটনি স্পিয়ার্স।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com