যশোর হাসপাতালের আইসোলেশনে শিশুর মৃত্যু

0

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের  আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় ১২ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৬টায় তার মৃত্যু হয়। রোববার বিকেলে ওই শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় মেয়েটির শরীরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট থাকায় তাকে  হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। আজ সকালে আইইডিসিআর’র স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু  তার আগেই সকাল সাড়ে ৬টার দিকে শিশুটি মারা যায়। এদিকে মৃত্যুর পর আইইডিসিআর’র প্রতিনিধিরা শিশুটির উপসর্গ শুনে বলেছেন সে করোনায় আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com