কর্মহীন মানুষের মাঝে টাঙ্গাইল বিএনপির খাদ্য বিতরণ

0

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে ৫০০ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের কারণে সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে সরকার। এই পরিস্থিতিতে বিপদে পড়েছেন নিম্ন আয়ের দিনমজুর শ্রমজীবী মানুষরা। এ সময় রিকশাচালক ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ালেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

এই পরিস্থিতিতে রবিবার (২৯মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এর নেতৃত্বে শহরে বেপাড়ী পাড়া, নিরালা মোড়, ভিক্টোরিয়া রোড, পুরাতন বাস্ট্যান্ড, বটতলা, প্রেসক্লাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল ও ২ কেজি আলু বিতরণ করা হয়।

এ সময় পথচারীদের মাঝে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চান নেতারা।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com