তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী নিয়ে কর্মহীন-দুঃস্থদের দ্বারে ছাত্রদল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক তত্বাবধানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনা ভাইরাসের কারণে কর্মহীন, অসহায় ও দুস্থদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রবিবার (২৯ মার্চ) দিনব্যাপী ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে সামগ্রী বিতরণ করা হয়। চাল, ডাল, পেয়াজ, আলু, ছোলা দিয়ে প্রায় ১৫০ প্যাকেট ক্যাম্পাসের টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বরে বিতরণ করা হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আমান উল্লাহ আমানের নেতৃত্বে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে।