পানি ব্যবহারের বিকল্প প্রযুক্তি

0

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে পানি ব্যবহারের বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনী। রাজধানীর কুড়িলে আইসিসিবিতে আয়োজিত প্রদর্শনীতে বিশুদ্ধ পানি ও নবায়নযোগ্য শক্তির যন্ত্রপাতি পাওয়া যাচ্ছে। মেলায় বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের কয়েকটি  দেশের প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। গতকাল মেলায় গিয়ে দেখা গেছে, মূলত শিল্প-কারখানা, বাড়িতে নিরাপদ পানি ব্যবহারে আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। শিল্প উদ্যোক্তারাই এখানে এসেছেন বিভিন্ন প্রযুক্তি দেখতে। তারা দেখছেন, কীভাবে পানি দূষণমুক্ত হচ্ছে এবং বাসাবাড়িতে ব্যবহার উপযোগী বৈদ্যুতিক দূষণমুক্ত পানি উৎপাদন মেশিনারিজ। এসব মেশিনারিজ বাজারজাত করাসহ কারখানার জন্য ইটিপি প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য পানি দূষণ রোধ করে কীভাবে বিশুদ্ধ পানি উৎপাদন করা যায়। দূষণ একটি ভয়াবহ সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে সারা বিশ্বে। এ সংকট থেকে মুক্ত হতে পানি ব্যবহারের টেকসই উপায় এবং সংশ্লিষ্ট বিষয়ের ওপর একাধিক সেমিনার আয়োজন করা হয়েছে। বাসাবাড়িতে দূষণমুক্ত পানি সরবরাহের জন্য পানি উৎপাদনের কারখানা স্থাপন করার প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে এ মেলায়। মাত্র কয়েক হাজার টাকা ব্যয়ে স্থাপন করা যাবে এই কারখানা। যে কারখানায় উৎপাদন হবে দূষণমুক্ত নিরাপদ পানি। একাধিক স্টলে গিয়ে দেখা গেছে, কীভাবে ইটিপি কাজ করছে তা হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুরো প্রযুক্তি সাজিয়ে রাখা হয়েছে। এ মেলায় শুধু কারখানার পানি দূষণ নয়, কৃষিতে পানির সমাধান দিতে অংশ নিয়েছে একাধিক প্রতিষ্ঠান। কম মূল্যে পানির পাম্প, গভীর নলকূপ স্থাপনের আধুনিক প্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চলে পরিষ্কার পানি সরবরাহ, লবণাক্তহীন পানি, খাবার পানি, প্রক্রিয়াজাত পানি, অপচয়কৃত পানি এবং জিরো লিকুইড ডিজচার্জ ইত্যাদি বিষয় প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে। পানি সংশ্লিষ্ট সর্বাধুনিক প্রযুক্তির পণ্য উৎপাদন ও সেবা প্রদানকারী বিভিন্ন কোম্পানিও এই প্রর্দশনীতে অংশ নিয়েছে। এতে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীরা সরাসরি সাক্ষাৎ এবং আলাপচারিতার সুযোগ পাচ্ছেন। তিন দিনব্যাপী এ প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com