পণ্যের দাম কোনোভাবেই কমছে না

0

গত সপ্তাহের তুলনায় গুটি কয়েক সবজি ছাড়া প্রায় সব সবজির দামই কমেছে। একই অবস্থা বিরাজ করছে মাংসের বাজারেও। খাসির মাংস ছাড়া সব মাংসেরই দাম কমেছে। তবে সবজি-মাংসের এই দাম কমা মানে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে, এমনটা বলা যাবে না। কারণ সব সবজিই এখনও উচ্চ দামে বিক্রি হচ্ছে।

বাজারে সর্বনিম্ন সবজির দাম এখনও ৬০ টাকা। সব ধরনের মুরগির দামই কমেছে। তবে ব্রয়লার মুরগির কেজি এখনও ২০০ টাকার নিচে নামেনি। আবার ৩০০ টাকার নিচে নামেনি কক মুরগির দামও। গরুর মাংস গত সপ্তাহে প্রতি কেজি ৭৮০ থেকে ৮০০ টাকা বিক্রি হলেও আজ তা আবার ৭৮০ টাকাতেই আটকেছে।

নামেমাত্র সবজির দাম কমলেও এরই মধ্যে হঠাৎই বেড়েছে কাঁচা মরিচের দাম। হুট করেই প্রয়োজনীয় এ পণ্যটি কেজিতে বেড়েছে ২০ টাকা। একই সঙ্গে আবারও বেড়েছে মুরগির ডিমের দামও। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন ঊর্ধ্বমুখী প্রবণতায় বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে।

ক্রেতারা বলছেন, পণ্যের দাম কোনোভাবেই কমছে না। এতে চাপ বাড়ছে তাদের ওপর। তারা আর কখনও কম দামে কিছু পাবেন না বলেও আশঙ্কা করছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com