করোনা রোধে সিলেটে বন্ধ হচ্ছে সকল স্থানীয় পত্রিকা

0

নভেল করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে সিলেটের সকল স্থানীয় পত্রিকার প্রকাশনা বৃহস্পতিবার থেকে আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন দৈনিকগুলোর সম্পাদকরা। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, করোনাভাইরাস বাংলাদেশে বিস্তার রোধে, গণপরিবহন বন্ধ এবং পত্রিকা বিপণনজনিত সমস্যাসহ উদ্ভূত পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে সিলেটের দৈনিক পত্রিকাসমূহ প্রকাশ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এতে আরও বলা হয়, এ অবস্থায় পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থানীয় দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com