পৃথিবীর সমস্ত প্রচেষ্টা শেষ, সমাধান আকাশে : ইতালির প্রধানমন্ত্রী

0

উইলিয়াম শেক্সপিয়রের অমর সৃষ্টি রোমিও-জুলিয়েটের দেশ ইতালি এখন লা’শের শহর। বাতাসে শুধু লা’শের গন্ধ। উৎসবপ্রিয় ইতালিয়ানরা আজ নিজেদের অবরু’দ্ধ রেখেছেন যার যার ঘরে। আর লা’শের সারি এতোই দীর্ঘ যে লা’শ সমাহিত করার লোক পাওয়া যাচ্ছে না। এভাবেই প্রতিদিন শত শত লা’শ বের করতে হচ্ছে ইতালির ডাক্তারদের। ক’ঠোর প্রচেষ্টা চালিয়েও এখনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ইতালি। ইতালির প্রধানমন্ত্রী কণ্টির কণ্ঠে তাই হ’তাশা ও ভে’ঙ্গে পড়ার সুর।

জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি বলেছেন, ‘আমরা ম’হামারীর নি’য়ন্ত্রণ হা’রিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মা’রা গেছি। আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীর সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে।’ তাঁর এ ভাষণ বিশ্বের মানুষের হৃদয়কে না’ড়া দিয়েছে। স্ত’ব্দ হয়ে গেছে পুরো বিশ্ব। করোনাভা’ইরাসে মৃ’ত্যুর নীরিখে চীনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি।

গত ২৪ ঘণ্টায় ৭৯৩ জন মা’রা গিয়েছেন। করোনায় ২৪ ঘণ্টার মধ্যে এত মৃ’ত্যু, বিশ্বের আর কোনো দেশে হয়নি। করোনাভাইরাসে ইতালির মধ্যে সবচেয়ে বেশি আ’ক্রা’ন্ত হয়েছে লোম্বারদিয়া অঞ্চল। পরি’স্থিতি নিয়ন্ত্রণে সামরিক বাহিনীকে তলব করা হয়েছে। মূলত লকডাউন কার্যকর করার প্রক্রিয়ায় অংশ নিচ্ছে সামরিক বাহিনী।

প্রতি বছরের ১৪ ফেব্রুয়ারি আমরা যে ভালোবাসা দিবস পালন করি সেটাও এসেছে এই ইতালি থেকে। কিন্তু আজ আর ভালোবাসতে দেখা যাচ্ছে না ইতালিয়ানদের। সরকারের আদেশ মেনে সবাই নিজ ঘরকে কোয়ারেন্টাইন বানিয়ে সেখানে অবস্থান করছেন। প্রতিনিয়ত শো’ক পালন করাও সম্ভব হচ্ছে না ইতালিয়ানদের। ফলে একসঙ্গে শো’ক ব্যানার টানিয়ে রেখেছে তারা। –আল জাজিরা

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com