করোনায় মৃতদের লাশ পোড়ানোর পরিকল্পনা বাতিল করল যুক্তরাজ্য

0

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের লাশ পুড়িয়ে ফেলার যে বিশেষ আইন করার পরিকল্পনা করেছিল সরকার তা সংসদে পাশ হয়নি। নিজ নিজ ধর্মীয় রীতিতে শেষকৃত্যের পক্ষে বিলে মত দিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল করোনা আক্রান্তদের লাশ পুড়িয়ে ফেলার। কারণ করোনা আক্রান্ত  লাশের সারি বাড়তে থাকলে যুক্তরাজ্যে কবরের জায়গা সংকট দেখা দেবে এবং দাফনের ক্ষেত্রে মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করা সম্ভব হবে না। তাই করোনায় মৃতদের লাশ পুড়িয়ে ফেলা হবে। এ ধরনের একটি বিলে সংশোধনী আনতে চেয়েছিল দেশটির সরকার। তবে  ব্রাডফোর্ডের এমপি নাজ শাহ এর বিরোধিতা করেন। ফলে সোমবার পার্লামেন্টে বিলটি সংশোধন হয়নি। তাই আগের নিয়মেই ধর্মীয় রীতি মেনে চলবে দাফন। এ জন্য এক টুইট বার্তায় পার্লামেন্টের সকল এমপিদের ধন্যবাদ জানান নাজ শাহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com