দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি

0

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে জার্মানির প্রভাব টেনে এনে দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এত বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। করোনাভাইরাস মোকাবিলায় সবার অংশগ্রহণ চেয়েছেন তিনি। একই সঙ্গে, দেশের মানুষকে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর।

স্থানীয় সময় বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে এসব কথা বলেন।

মেরকেল বলেন, এমন পরিস্থিতির মোকাবিলা করতে জার্মানিতে বসবাসরত প্রতিটি মানুষের দায়িত্বজ্ঞানের প্রয়োজন। তিনি বলেন, প্রত্যেককে সংক্রমণ এড়াতে সক্রিয় ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।

বিশেষজ্ঞদের পরামর্শ মেনে পরিস্থিতির মোকাবিলা করতে কর্তৃপক্ষ যে নিয়ম বেঁধে দিচ্ছে, তা মেনে চলার আবেদন জানান তিনি। তবে এখনই দেশজুড়ে কারফিউ ঘোষণার কোনো সম্ভাবনার কথা উল্লেখ করেননি জার্মান চ্যান্সেলর। তবে আগামী সপ্তাহে আরও কড়া নিয়মের পূর্বাভাস দেন তিনি।

দেশের এমন কঠিন অবস্থায় চিকিৎসক, নার্সসহ চিকিৎসাক্ষেত্রে যারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন জার্মান চ্যান্সেলর।

মেরকেল আশ্বাস দেন, জার্মান সরকার ও মন্ত্রিসভা যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রেখে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবা কাঠামো চালু রাখতে করোনাভাইরাসের প্রসারের গতি কমাতে সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে জার্মানিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় তিন হাজার জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩২৭ জন এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বন্ধ করা হয়েছে দেশটির সীমান্ত এবং গত সোমবার থেকে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সকল প্রকার জনসমাগমও নিষিদ্ধ করা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com