জঙ্গিবিরোধী অভিযানকালে পাকিস্তানের চার সেনা নিহত

0

পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্ত কেহেলের কাছে জঙ্গিদের একটি গোপন আস্তানায় অভিযানকালে পাকিস্তানের চার সেনা নিহত হয়েছে। এদের মধ্যে একজন লেফেট্যানান্ট, একজন ল্যান্স হাবিলদার ও দুইজন সিপাহী। আরেক সেনা আহত হয়েছে। আইএসপিআর বুধবার এ কথা জানায়।

নিহতরা হলেন ২৬ বছর বয়সী লে. আগা মুকাদ্দাস আলী খান, ৩৬ বছর বয়সী ল্যান্স হাবিলদার কমর নাদিম, ২৪ বছর বয়সী সিপাহী মোহাম্মদ কাসিম ও ২৩ বছর বয়সী সিপাহী তাওসিফ। 

আইএসপিআর জানায়, গোপন সূত্রে নিশ্চিত খবর পেয়ে নিরাপত্তা বাহিনী মামা জিয়ারাত এলাকায় জঙ্গিদের গোপন আস্তানার বিরুদ্ধে অভিযান শুরু করে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘেরাও করলে জঙ্গিরা পালানোর চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে গুলিবিনিময় শুরু হয়।

এতে সাত জঙ্গিও নিহত হয় বলে  সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে।

নিরাপত্তা বাহিনী জঙ্গিদের গোপন আস্তানা থেকে থেকে বিপুল পরিমাণে অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করেছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com