করোনা: অ্যাজমা রোগীদের আলাদা থাকার পরামর্শ

0

ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে যেসব অ্যাজমা রোগী প্রতি শীতে বিনা মূল্যে সেবা গ্রহণ করেন, তাদের কয়েক সপ্তাহের জন্য সামাজিকভাবে বিচ্ছিন্ন থাকতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তারা বলছেন, অ্যাজমা রোগীদের শরীরে কভিড-১৯ ভাইরাস ঢুকলে পরিণতি খারাপ হতে পারে।

ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম সাংবাদিকদের বলেন, যাদের ফুসফুসে সমস্যা আছে তাদের আলাদা থাকাটা গুরুত্বপূর্ণ।

তিনি বলছেন, অ্যাজমা রোগীদের ভাইরাসটি সহজে আক্রমণ করে বিষয়টা এমন নয়। তবে আক্রমণ করলে বেশি ক্ষতি করে।

যুক্তরাজ্যে প্রায় ৫০ লাখ মানুষের অ্যাজমা আছে। এর মধ্যে ২ লাখের অবস্থা গুরুতর।

গত ডিসেম্বরে হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া কভিড-১৯ ভাইরাসে চীনেই শুধু মারা গেছে ৩ হাজার ২৪১ জন মানুষ। আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭৪ জন।

চীনের এমন অবস্থার ভেতর বিবিসি বুধবার সকালে জানিয়েছে, আমেরিকার ৫০টি রাজ্যেই ভাইরাস ছড়িয়েছে। মঙ্গলবার পশ্চিম ভার্জিনিয়ায় একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আমেরিকায় এখন পর্যন্ত ৬ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০৫ জন।

গোটা বিশ্বে প্রায় ২ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ হাজার ৯১৬ জন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com