রাডারের যন্ত্রাংশ সংগ্রহের পরিকল্পনা পাকিস্তানের

0

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) ক্রয় পরিদফতর লকহিড মার্টিনের তৈরি এএন/টিপিএস-৭৭ ও চীনের ইলেক্ট্রনিক্স গ্রুপ কর্পোরেশনের (সিইটিসি) তৈরি ওয়াইএলসি-১৮ স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থার জন্য অজ্ঞাত সংখ্যক র্যা ডম (রাডারে ব্যবহৃত যন্ত্রপাতি) সংগ্রহের লক্ষ্যে দরপত্র আহ্বান করেছে।

১১ মার্চ এই দরপত্র আহ্বান করা হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে প্রকাশিত পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রণালয়ের ২০১৭-১৮ ইয়ারবুকে বলা হয় যে পিএএফ চীনের তৈরি পাঁচটি ওয়াইএলসি-১৮এ রাডার সংগ্রহের জন্য অর্ডার দিয়েছে। এগুলোর দাম ২৪.৯ মিলিয়ন ডলার।

র্যা ডমের জন্য ১ এপ্রিলের মধ্যে দরপত্র জমা দিতে বলেছে পিএএফ। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com