করোনাভাইরাস : এবার সীমান্ত বন্ধ করে দিলো ইউরোপ

0

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে ৩০ দিনের জন্য ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৬টি দেশের পাশাপাশি আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ডও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে। তবে যুক্তরাজ্য এ ব্যবস্থার বাইরে থাকবে।

এদিকে করোনাভাইরাসের কারণে প্রতিদিনই মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে ইতালি, স্পেন ও ফ্রান্সে। এ কারণে ভ্রমণকারীদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য মতে, বিশ্বে মোট ১ লাখ ৯৮ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং ৭ হাজার ৯৮৭ জন মানুষ মারা গেছে। ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, ইউরোপীয় নাগরিকদের পরিবারের সদস্য, দীর্ঘ মেয়াদী বাসিন্দা, কূটনীতিক, স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনকারী মানুষ ছাড়া সবার ইউরোপে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com